দারুসসুন্নাহ মুরাদগঞ্জ (টাইটেল)মাদ্রাসার ফুযালা ও আবনাদের সংগঠন “আসসুন্নাহ পরিষদ”।
বিগত ১৬ ই ডিসেম্বর ২০১৪ ইং সকাল ১১ ঘটিকায় মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ শায়খ আতীকুর রহমান সাহেবের সভাপতিত্বে শুরু হয় এক সাধারণ সভা। সভায় বক্তব্য দেন,মাওঃ আব্দুল মালিক কাসিমী (মুহাদ্দিস অত্র মাদ্রাসা),
মাওঃ রমিজ উদ্দীন (শিক্ষা সচিব),মাওঃ মুস্তফা কামাল সাহেব (মুহাদ্দিস), হাঃ মাওঃ মুফতি ফুযাইল আহমদ সাহেবে, ফাযিলদের মধ্য থেকে বক্তব্য দেন মাওঃ বিলাল আহমদ, হাফিজ মাওঃ কবির আহমদ, মাওঃ ফয়েজ আহমদ,
মাওঃ আব্দুল কাদির,মাওঃ আব্দুস সাত্তার, হাফিজ মাওঃ আহমদ আলী, হাফিজ মাওঃ ফখরুল ইসলাম,মাওঃ হাবিবুর
রহমান প্রমুখ। সভায় মাদ্রাসার আসাতিযায়ে কেরাম কর্তৃক নির্বাচিত ৩বছর মেয়াদী ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
করা হয়। সভাপতিঃ মাওঃ শায়খ আতিকুর রহমান সাহেব, (মুহতামীম অত্র মাদ্রাসা) নির্বাহী সভাপতিঃ মাওঃ শামিম আহমদ (নিদন পুর) সহ সভাপতিঃ মাওঃ বিলাল আহমদ (প্রোঃ উলামা ট্র্যাভেলস বিয়ানীবাজার) মাওঃ আব্দুল কাদির,
হাফিজ মাওঃ আহমদ আলী, হাফিজ মাওঃ ফখরুল ইসলাম, এবং সেক্রেটারীঃ হাফিজ মাওঃ আব্দুর রকিব (শিক্ষক অত্র মাদ্রাসা) সহসেক্রেটারীঃ মাওঃ হাবিবুর রহমান (শিক্ষক অত্র মাদ্রাসা) সহসেক্রেটারীঃ হাবিবুর রহমান (ছোটদেশ)
সাংগঠনিক সম্পাদকঃ মাওঃ আব্দুস সাত্তার, চারখাই। প্রচার সম্পাদকঃ মাওঃ সাইফুদ্দীন শিকক্ষ অত্র মাদ্রাসা।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ হাফিজ মাওঃ কবির আহমদ মাওঃ ফয়েজ আহমদ। অর্থ সম্পাদকঃ হাফিজ মাওঃ জাকির আহমদ, মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
“আসসুন্নাহ পরিষদ” এর লক্ষ ও উদ্দেশ্য:
মহান রাব্বুল আলামীন প্রদত্ত্ব, রাসূল সা. প্রবর্তিত ও আহলুস সুন্নাত ওয়াল জামাআত অনুসৃত নীতি-আদর্শের
আলোকে দারুসসুন্নায় শিক্ষা প্রাপ্তদের মাঝে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ঐক্য প্রতিষ্ঠা করা। ইলমী, আমলী, আকীদাসহ
ও নযরিয়াগত যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে মানসিক দিক নির্দেশনা দান, নৈতিক, রাজনৈতিক ও সামাজিক
এক কথায় দ্বীনের প্রতিটি শাখার ক্ষেত্রে সমাজকে দেওবন্দী ধ্যান ধারণার নিরিখে শরয়ী দিক নির্দেশনা প্রদান
ও সমাজের সার্বিক সেবাই “আসসুন্নাহ পরিষদ” এর লক্ষ ও উদ্দেশ্য এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক
সতস্ফূর্ত সাহায্য প্রদানে উদ্বুদ্ধ করা। সংগঠনের প্রত্যেক সদস্যের দুঃখ দুর্দশা লাগব এবং আর্থ সামাজিক অবস্থা
উন্নয়নে প্রচেষ্টা চালানো।